ঢাকার বায়ুর উন্নতির কোনো লক্ষণ নেই, দূষণে আজও বিশ্বে দ্বিতীয়
যদি কোনো এলাকায় দূষণের মান পরপর তিন দিন ৩০০-এর বেশি হয়, তবে সেই এলাকায় স্বাস্থ্যগত জরুরি অবস্থা জারি করতে হয়। ঢাকায় এ মাসে একাধিক দিন বায়ুর মান ৩০০-এর বেশি হয়েছে। গত বুধবার সকালে আইকিউ এয়ারের মানসূচকে ঢাকার সার্বিক বায়ুর মান ছিল ৫১৮। সাম্প্রতিক অতীতে এমন অবস্থা দেখা যায়নি।
ঢাকার সর্বোচ্চ দূষিত তিন এলাকার মধ্যে আজ আছে সাভারের হেমায়েতপুর (৩৬৪), কল্যাণপুর (৩৪২) ও ঢাকার মার্কিন দূতাবাস (২৯৬)। আজ অন্য বিভাগীয় শহরগুলোর বায়ুর মানও নাজুক। এর মধ্যে চট্টগ্রামে মান ১২০, রাজশাহী ১৫৬ ও খুলনা ১৫৫।
গত ডিসেম্বরের একটি দিনও নির্মল বায়ু পায়নি রাজধানীবাসী। দূষণসংক্রান্ত বিষয় নিয়ে গবেষণাকারী প্রতিষ্ঠান ক্যাপসের এক জরিপে দেখা গেছে, ডিসেম্বরে যত বায়ুদূষণ ছিল, তা গত ৯ বছরে সর্বোচ্চ।
0 Post a Comment:
Post a Comment