Native Banner

ঢাকার বায়ুর উন্নতির কোনো লক্ষণ নেই, দূষণে আজও বিশ্বে দ্বিতীয়


                  ঢাকার বায়ুর উন্নতির কোনো লক্ষণ নেই, দূষণে আজও বিশ্বে দ্বিতীয়

কী ছুটির দিন, কী কর্মদিবস। ঢাকার বায়ুর সেই একই হাল। প্রায় প্রতিদিন অস্বাস্থ্যকর, কোনো কোনো দিন রীতিমতো দুর্যোগপূর্ণ। এমন বায়ু মানুষের স্বাস্থ্যের জন্য খুব ক্ষতিকর। চলতি মাসে এমন একটি দিন নেই যে নির্মল বায়ু পেল নগরবাসী। আজ রোববার সপ্তাহের প্রথম কর্মদিবসের সকালে এর ব্যত্যয় হলো না। আজ সকাল সাড়ে ৮টার দিকে বিশ্বের ১২৪টি শহরের মধ্যে ঢাকার অবস্থান দ্বিতীয়। গতকাল শনিবার এ সময় দূষণে শীর্ষে ছিল ঢাকা। আজ সকালে আইকিউ এয়ারের মানসূচকে ঢাকার বায়ুর মান ২১৮। বায়ুর এই মানকে ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে ধরা হয়। গতকাল এ সময় বায়ুর মান ছিল ২৫৬। আগের দিন সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারও খুব অস্বাস্থ্যকর ছিল, দূষণেও শীর্ষে ছিল ঢাকা।

বায়ুদূষণের পরিস্থিতি নিয়মিত তুলে ধরে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এয়ার। বাতাসের মান নিয়ে তৈরি করা এই লাইভ বা তাৎক্ষণিক সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় ও সতর্ক করে। সেই সতর্কবার্তায় ঢাকাবাসীর উদ্দেশে আইকিউ এয়ারের পরামর্শ, বাইরে বের হলে সুস্বাস্থ্যের জন্য অবশ্যই মাস্ক পরতে হবে। খোলা স্থানে ব্যায়াম করা যাবে না। আরও একটি পরামর্শ, ঘরের জানালা বন্ধ রাখতে হবে।

যদি কোনো এলাকায় দূষণের মান পরপর তিন দিন ৩০০-এর বেশি হয়, তবে সেই এলাকায় স্বাস্থ্যগত জরুরি অবস্থা জারি করতে হয়। ঢাকায় এ মাসে একাধিক দিন বায়ুর মান ৩০০-এর বেশি হয়েছে। গত বুধবার সকালে আইকিউ এয়ারের মানসূচকে ঢাকার সার্বিক বায়ুর মান ছিল ৫১৮। সাম্প্রতিক অতীতে এমন অবস্থা দেখা যায়নি।

ঢাকার সর্বোচ্চ দূষিত তিন এলাকার মধ্যে আজ আছে সাভারের হেমায়েতপুর (৩৬৪), কল্যাণপুর (৩৪২) ও ঢাকার মার্কিন দূতাবাস (২৯৬)। আজ অন্য বিভাগীয় শহরগুলোর বায়ুর মানও নাজুক। এর মধ্যে চট্টগ্রামে মান ১২০, রাজশাহী ১৫৬ ও খুলনা ১৫৫।



ঢাকার বায়ুদূষণের প্রধান উপাদান হলো বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণা বা পিএম ২.৫-এর উপস্থিতি। ঢাকার বাতাসে এর উপস্থিতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মানমাত্রার চেয়ে প্রায় ২৮ গুণ বেশি।

গত ডিসেম্বরের একটি দিনও নির্মল বায়ু পায়নি রাজধানীবাসী। দূষণসংক্রান্ত বিষয় নিয়ে গবেষণাকারী প্রতিষ্ঠান ক্যাপসের এক জরিপে দেখা গেছে, ডিসেম্বরে যত বায়ুদূষণ ছিল, তা গত ৯ বছরে সর্বোচ্চ।



0 Post a Comment:

Post a Comment