মেট্রোরেল চলাচলে বিঘ্ন

 

মেট্রোরেল চলাচলে বিঘ্ন



ঢাকায় মেট্রোরেল চলাচল আজ শনিবার বেলা দেড়টার দিকে বন্ধ হয়ে যায়। তবে এক ঘণ্টার মধ্যে মতিঝিল থেকে পল্লবী স্টেশন পর্যন্ত মেট্রোরেল চলাচল শুরু হয়।

মেট্রোরেলের কারওয়ান বাজার স্টেশনে টিকিট কাউন্টারে দায়িত্বশীল এক কর্মী বেলা আড়াইটার দিকে বলেন, যান্ত্রিক কারণে মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে গেছে। key=f2aba5f60a2e79bf64a10f75967388c0


দুপুরে যান্ত্রিক কারণে মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে যায়। এক ঘন্টা পর মতিঝিল থেকে পল্লবী স্টেশন পর্যন্ত মেট্রোরেল চলাচল শুরু হয়। মতিঝিল স্টেশনে যাত্রীদের ভিড়


স্টেশনে থাকা কয়েকজন যাত্রী বলেন, ট্রেনে ওঠার সময় পল্লবী পর্যন্ত যাবে বলে ঘোষণা দেওয়া হয়েছে। এরপর আর ট্রেন চলেনি।

এদিকে মেট্রোরেল সেবা বিঘ্নিত হওয়ায় স্টেশনগুলোয় যাত্রীদের ভিড় দেখা গেছে। ট্রেনের অপেক্ষায় রয়েছেন যাত্রীরা।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের উপ প্রকল্প পরিচালক মো. আহসানউল্লাহ শরিফী আজ প্রথম আলোকে বলেন, পরিচালক (অপারেশন এন্ড মেইন্টেন্যান্স) জানিয়েছেন যে, পল্লবী থেকে মতিঝিল লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক আছে। যান্ত্রিক সমস্যার কারণে কিছু বিঘ্ন হয়েছিল। উত্তরা উত্তর স্টেশনে কিছু সমস্যা আছে।




Next Post Previous Post
No Comment
Add Comment
comment url

Social bar