Native Banner

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

What is the upcoming technology in the USA in 2025?

 

The top 10 technology visions for 2025 include Agentic AI, quantum computing, AR/VR integration, 6G connectivity, cybersecurity advancements, sustainable tech, blockchain applications, edge computing, biotechnology innovations, and autonomous systems.

Artificial intelligence


Read More

New Zealand vs. Bangladesh head-to-head record in ODI, ICC Champions Trophy 2025: total statistics, most runs, and wickets

 Here are the head-to-head statistics and numbers you should be aware of before Monday's Champions Trophy 2025 match between New Zealand and Bangladesh in Rawalpindi.


FILE PHOTO: Mahmudullah of Bangladesh celebrates after scoring the game-winning runs in Cardiff during the 2017 ICC Champions Trophy match between Bangladesh and New Zealand. 

The second match of the ICC Champions Trophy 2025 between New Zealand and Bangladesh is scheduled to take place at the Rawalpindi Cricket Stadium in Rawalpindi.

Bangladesh is in a do-or-die situation, while New Zealand, fresh off a resounding victory over Pakistan, would try to guarantee its spot in the semifinals.

The Blackcaps are the clear favorites going into this match. Bangladesh, however, will draw strength from their 2017 Champions Trophy victory over the Kiwis, which eliminated them from the tournament.

Both teams have won both of their meetings at the ICC Champions Trophy. But with a 4-1 record in the last five ODIs between the two teams, New Zealand has the advantage.

NZ VS BAN HEAD-TO-HEAD RECORD IN ODIS

Matches Played: 45
New Zealand won: 33
Bangladesh won: 11
Tied: 0
No result: 1
Last result: Bangladesh beat New Zealand by 9 wickets (Napier; 2023)
Last five results: New Zealand won - 4; Bangladesh won - 1

NZ VS BAN HEAD-TO-HEAD RECORD IN CHAMPIONS TROPHY:

Matches Played: 2
New Zealand won: 1
Bangladesh won: 1
Tied: 0
No Result: 0

NZ VS BAN HIGHEST AND LOWEST SCORES IN ODIS

NZ (highest score) vs BAN: 341/7 (50) - NZ won by 77 runs (2016)
NZ (lowest score) vs BAN: 98 (31.4) - BAN won by 9 wickets (2023)
BAN (highest score) vs NZ: 309/6 (49.2) - BAN won by 4 wickets (2013)
BAN (lowest score) vs NZ: 77 (19.3) - NZ won by 167 runs (2002)
NZ (highest individual score) vs BAN: Tom Latham - 137 (121) in 2016
NZ (best bowling) vs BAN: Ish Sodhi 6/39 (10) in 2023
BAN (highest individual score) vs NZ: Mahmudullah - 128* (123) in 2015
BAN (best bowling) vs NZ: Rubel Hossain - 6/26 (5.5)

MOST RUNS IN NZ VS BAN ODIS

BatterInns.RunsAvg.S/RHighest
Ross Taylor (NZ)24101056.1185.37107*
Mushfiqur Rahim (BAN)3279227.3167.5190
Mahmudullah (BAN)2778735.7778.23128*

MOST WICKETS IN NZ VS BAN ODIS

BowlerInns.Wkts.Avg.Econ.BBI
Shakib Al Hasan (BAN)233826.365.074/33
Kyle Mills (NZ)173316.934.164/14
Daniel Vettori (NZ)203119.453.365/7

Trump brought up funding 29 million dollars in Bangladesh once more.

Trump again mentioned funding 29 million dollars in Bangladesh.

Speaking at the Conservative Political Action Conference (CPAC) on Saturday in Maryland, US President Donald Trump is at the Gaylord National Resort and Convention Center.

Donald Trump, the nation's president, has once again mentioned that USAID, the US government's international aid organization, will provide $29 million to improve the political climate in Bangladesh. On Saturday, local time, he brought up the matter at the Conservative Political Action Conference (CPAC), the party's program, held in a Maryland auditorium.

"29 million dollars went to Bangladesh to strengthen the political sphere and help them, so that they can vote for the radical left communists," Trump stated in the speech. The video of Trump's speech was released by the American newspaper The Times. By the way, Trump referred to the former Joe Biden administration in the US as "radical left communist." 

On February 15, the matter of this $29 million financing in Bangladesh initially came to light. Elon Musk, a Trump adviser, led the US Department of Government Efficiency (DOGE) on that day, announcing the cancellation of USAID funding for a number of projects in Bangladesh, India, and other nations. As per their information, the funds were allocated to the 'Strengthening Political Landscape in Bangladesh' project, which aimed to improve the country's political circumstances.
During his White House speech last Friday, Donald Trump brought up this matter. There, he claimed that 29 million dollars had been given to a group whose name no one had ever heard of in order to support Bangladeshi politics. A small business, $10,000 from here, $10,000 from there, he said. The US government gave it 29 million dollars. The company employs just two people, Trump noted, adding, "I think they (the two workers) are very happy." They have a lot of money. They will soon be highlighted for their massive fraud in reputable business magazines. The US president brought up this matter once more the following day. According to the news agency AP, Trump spoke at the party event about his victory in the US presidential election, the actions taken to put an end to the war in Ukraine, the military presence on the US border, and his desire to remove Washington from the "deep-state bureaucracy." He described his return to the U.S. presidency as a means of escaping the "corrupt vicious cycle, warlords, and radical spies." In reference to the action against USAID, Donald Trump stated that in addition to a major staff reduction, the agency's Washington office has also been vacated. It was taken by Customs and Border Protection officials.
 
According to Trump, "the agency's name has also been removed from the building,"

Trump envoy: Russia-Ukraine peace talks will not include Europe

Trump envoy: Russia-Ukraine peace talks will not include Europe


The United States has scheduled peace negotiations with Russia and Ukraine to put an end to the conflict, but Europe will not be part of those negotiations. Keith Kellogg, the special envoy of US President Donald Trump to Ukraine, made this statement on Saturday while in Germany for the Munich Security Conference. 
In response to the question whether Europe will participate in the peace talks, Keith Kellogg indicated that Europe would only be consulted about negotiations. "It will not happen," he said, clarifying that Europe would not be directly involved in the talks. It's like chalk on a blackboard, only a rub away.But what I am telling you is really true.
French President Emmanuel Macron has invited European leaders to a meeting in Paris, France's capital, on Sunday in response to Kellogg's remarks.

With the tariffs suspended, Trump, Trudeau, or Sheinbaum prevailed.

বিপিএল ট্রফি উন্মোচন করে নতুন রেকর্ড গড়লেন বরিশাল


বিপিএল ট্রফি উন্মোচন করে নতুন রেকর্ড গড়লো বরিশাল



স্টেডিয়ামমুখী জনস্রোত দেখে বোঝার উপায় কী, ৪০ দিনের একাদশ বিপিএলে খেলার চেয়ে ধুলা নিয়েই আলোচনা ছিল বেশি! কাল ফাইনালের বিকেলে মানুষের ভিড় ঠেলে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে পৌঁছাতে পৌঁছাতে মনে হলো, যত বিতর্কই থাকুক, মাঠের খেলায় এবার সার্থক টুর্নামেন্টটা।

এই যে এত দর্শক, তাঁরা তো আর মাঠে বিতর্ক দেখতে আসেননি, এসেছেন খেলার টানে, চার–ছক্কার রোমাঞ্চে ডুব দিতে। একাদশ বিপিএল সে প্রত্যাশা মেটাতে কার্পণ্য করেনি, এমনকি ফরচুন বরিশালের পরপর দ্বিতীয় শিরোপা জেতা ফাইনালটাও নয়।

২০১৩ সালে নিজেদের সর্বশেষ বিপিএলেও ফাইনাল খেলে হেরেছিল চিটাগং। আরও একটি ফাইনাল, আরও একবার হতাশায় ডোবাল তাদের। অন্যদিকে ফরচুন বরিশাল পরপর দুবার ফাইনালে উঠে ভাসল ট্রফি জয়ের উৎসবে।

চিটাগংকে ৩ উইকেটে হারিয়ে যোগ্যতর দল হিসেবেই চ্যাম্পিয়ন তারা। অবশ্য মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে কাল সবই ছিল চিটাগংয়ের বিপক্ষে। প্রায় পুরো গ্যালারিই বরিশালের জার্সির রঙে লালে লাল। ‘বরিশাল, বরিশাল’ মুহুর্মুহ স্লোগানে প্রকম্পিত স্টেডিয়াম। ম্যাচজুড়ে চলা সেই উৎসব শেষ হয়েছে বরিশালের আরেকটি লাল শিরোপায়।

অথচ ও রকম প্রতিকূল আবহেও চিটাগং শুরুটা করেছিল দারুণ। দুই ওপেনার খাজা নাফে ও পারভেজ হোসেন মিলে প্রথম ৫ ওভারেই তুলে ফেলেন ৫১ রান, পাওয়ারপ্লে শেষে ৫৭/০। তখন মনে হচ্ছিল, চিটাগংয়ের ইনিংস ২০০ তো পার হবেই, বরিশালের লক্ষ্যটা কোথায় গিয়ে ঠেকে, সেটাই দেখার। তবে শুরুর আক্রমণাত্মক ব্যাটিংটা শেষ পর্যন্ত ধরে রাখা যায়নি বলে হাতে ৭ উইকেট রেখেও চিটাগং ২০০ ছুঁতে পারল না। ৩ উইকেটে ১৯৪ রান করে বরিশালের সামনে দিতে পারল ১৯৫ রানের লক্ষ্য।

১১তম ওভারে ১০০ রান হয়ে গেলেও পাওয়ারপ্লের পর কিছুটা কমে আসে চিটাগংয়ের রানের গতি, যেটা আবার বেড়েছে ১২তম ওভারে রিশাদ হোসেনের প্রথম দুই বলে নাফের দুই ছক্কায়।


প্রথমটিতে তো ৩৭ বলে ফিফটিও হয়ে যায় পাকিস্তানি এই ব্যাটসম্যানের। নাফের সঙ্গে ১২.৪ ওভারে বিপিএল ফাইনালে সর্বোচ্চ ১২১ রানের ওপেনিং জুটির পর ক্লার্কের সঙ্গে দ্বিতীয় উইকেটেও পারভেজ গড়েছেন ৪০ বলে ৭০ রানের জুটি। তিন ছক্কা ও দুই চারে ক্লার্ক ২৩ বলে ৪৪ রান করে ফিরে গেলেও ৩০ বলে ফিফটি করা পারভেজ অপরাজিত ছিলেন ৪৯ বলে ৭৮ রান করে, তিন ছক্কার সঙ্গে মেরেছেন দুই বাউন্ডারি

চিটাগং কিংসের তাণ্ডুবে ব্যাটিংয়ের জবাব দিতে নেমে বরিশাল অধিনায়ক তামিম ইকবাল আর তাওহিদ হৃদয়ের শুরুটাও ছিল ঝোড়ো। তামিম আউট হওয়ার আগে ৮.১ ওভারেই ৭৬ রানের জুটি, বিপিএলের ফাইনালে ওপেনিং জুটিতে যেটি এখন দ্বিতীয় সর্বোচ্চ। গতবার ফাইনালে বরিশালের হয়ে তামিমই মেহেদী হাসান মিরাজের সঙ্গে গড়েছিলেন ৭৬ রানের জুটি, যেটি কালকের আগপর্যন্ত ছিল সর্বোচ্চ। কাল পারভেজ–নাফের ওপেনিং জুটি অতিক্রম করে গেছেন সেটিকে।

তামিম–হৃদয় যতক্ষণ উইকেটে ছিলেন, চিটাগংয়ের তালে তালেই এগোচ্ছিল বরিশালের ব্যাটিং। পাওয়ারপ্লেতে তারাও করল কোনো উইকেট না হারিয়ে ৫৭ রান। তামিমের ব্যাট থেক এসেছে ২৯ বলে আক্রমণাত্মক ৫৪, ২৮ বলে ৩২ করেছেন হৃদয়। তবে মিডল অর্ডারে কাইল মায়ার্সের ২৮ বলে ৪৬ রানের আরেকটি ঝড় না হলে পরিস্থিতি কঠিন হয়ে দাঁড়াতে পারত বরিশালের জন্য। সঙ্গে মুশফিকের ৯ বলে ১৬, বিশেষ করে শেষ দিকে রিশাদের ৬ বলে অপরাজিত ১৮ রান ৩ বল বাকি থাকতেই শিরোপার উৎসবে ভাসায় বরিশালকে।


হুসেন তালাতের করা শেষ ওভারে ৮ রান দরকার ছিল বরিশালের। প্রথম বলে ছক্কা মেরে শুধু আনুষ্ঠানিকতাই বাকি রাখেন রিশাদ। পরের বলে এক রান এবং এক বল পর তালাতের ওয়াইড—ম্যাচ শেষ ওখানেই। শেষ একাদশ বিপিএলও, যেটিকে আরও বর্ণময় করেছে ম্যাচ শেষে হওয়া লেজার শো। বরিশালের লাল উৎসবটাও তাতে হয়ে উঠল আরও বর্ণাঢ্য।



ঢাকার রাস্তায় ব্যক্তিগত যানবাহন ব্যবহার করার সময় রাশ টানার পরামর্শ দেওয়া হয়।

ঢাকার রাস্তায় ব্যক্তিগত যানবাহন ব্যবহার করার সময় রাশ টানার পরামর্শ দেওয়া হয়।



রাজধানীর ওপর চাপ কমাতে ব্যক্তিগত গাড়ি ব্যবহারে রাশ টানার পরামর্শ দিয়েছে অর্থনৈতিক কৌশল পুনর্নির্ধারণ-সংক্রান্ত সরকারি টাস্কফোর্স। এ জন্য সড়ক ব্যবহারে মাশুল ধার্যের কথা বলা হয়েছে। পাশাপাশি সহজ শর্তে গাড়ি কেনার ঋণ দেওয়ায় নিরুৎসাহিত করা হয়েছে।

বৈষম্যহীন টেকসই উন্নয়নের লক্ষ্যে অর্থনৈতিক কৌশল পুনর্নির্ধারণ ও প্রয়োজনীয় সম্পদ আহরণে গত বছরে ১০ সেপ্টেম্বর টাস্কফোর্স গঠন করে অন্তর্বর্তী সরকার। গত ৩০ জানুয়ারি প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে টাস্কফোর্সের প্রতিবেদন হস্তান্তর করেন পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ।
বাংলাদেশ উন্নয়ন গবেষণাপ্রতিষ্ঠানের (বিআইডিএস) সাবেক মহাপরিচালক কে এ এস মুর্শিদকে টাস্কফোর্স কমিটির প্রধান করে ১২ সদস্যের এই টাস্কফোর্স গঠন করা হয়েছিল। টাস্কফোর্সের প্রতিবেদনের ‘অবকাঠামো ও সংযোগ: অর্থনৈতিক সমৃদ্ধির পথ’ শীর্ষক অংশটি করেন পরিবহনবিশেষজ্ঞ ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পুরকৌশল বিভাগের অধ্যাপক সামছুল হক।
প্রতিবেদনের এই অংশে ব্যক্তিগত গাড়ি ব্যবহার নিরুৎসাহিত করার সুপারিশ করা হয়। এ জন্য রাজধানীতে কত গাড়ি চলতে পারবে, সেই সংখ্যা নির্ধারণ করে দেওয়ার কথা বলা হয়। গ্যাস ও বিদ্যুৎ ব্যবহারের জন্য যেমন টাকা ব্যয় করতে হয়, তেমনি সড়ক ব্যবহারে গাড়ির জন্য মাশুল ধার্য করার পরামর্শ দেওয়া হয়েছে। ব্যাংক থেকে সহজ শর্তে গাড়ি কেনার ঋণ কমিয়ে আনা এবং গাড়ির অবৈধ পার্কিংয়ের জন্য জরিমানা বাড়ানোরও প্রস্তাব করা হয়।

প্রকল্পের অধীন যাতে বিলাসবহুল গাড়ি

কেনা না হয়, সে পরামর্শ দেওয়া হয়েছে প্রতিবেদনে। রাইড শেয়ারিং সেবার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জোর দেওয়া হয়েছে। ব্যাটারিচালিত রিকশা, লেগুনা, দুরন্তর মতো যানের চলাচল বন্ধের পরামর্শ দিয়ে বড় ও দ্বিতল বাস বাড়ানোর কথা বলেছে টাস্কফোর্স কমিটি।

প্রতিবেদনে ঢাকার মতো ঘনবসতিপূর্ণ শহরে এখনই উড়ালসড়ক নির্মাণ বন্ধের সুপারিশ করা হয়েছে। বাস, ট্রেনসহ গণপরিবহনে জোর দেওয়ার কথা বলা হয়েছে। অবশ্য চাষযোগ্য জমি বাঁচাতে শহরের বাইরে উড়ালসড়ক ও উড়াল রেলপথ নির্মাণের কথা বলা হয়েছে।

রাজধানীতে কত গাড়ি চলতে পারবে, সেই সংখ্যা নির্ধারণ করে দেওয়ার কথা বলা হয়। গ্যাস ও বিদ্যুৎ ব্যবহারের জন্য যেমন টাকা ব্যয় করতে হয়, তেমনি সড়ক ব্যবহারে গাড়ির জন্য মাশুল ধার্য করার পরামর্শ দেওয়া হয়েছে। ব্যাংক থেকে সহজ শর্তে গাড়ি কেনার ঋণ কমিয়ে আনা এবং গাড়ির অবৈধ পার্কিংয়ের জন্য জরিমানা বাড়ানোরও প্রস্তাব করা হয়।
চার মন্ত্রণালয়কে এক করার প্রস্তাব

টাস্কফোর্সের প্রতিবেদনে সড়ক, রেল, নৌ ও বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয়কে এক করার প্রস্তাব করা হয়েছে। কারণ হিসেবে বলা হয়েছে, আলাদা আলাদা মন্ত্রণালয় ও বিভাগ নিজেদের মতো করে উন্নয়ন প্রকল্প নেয়। এতে সমন্বয়ের অভাব দেখা যায়।

বিশেষ করে জমি অধিগ্রহণ কিংবা জমি ভাগাভাগির ক্ষেত্রে বড় জটিলতা সৃষ্টি হয়। উদাহরণ হিসেবে বলা হয়, রেল কর্তৃপক্ষ চট্টগ্রামে কর্ণফুলী কনটেইনার টার্মিনাল করতে চাইলে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জমি দিতে রাজি হয়নি। সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ও রেলওয়ের সঙ্গে জমি–সংক্রান্ত জটিলতায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে মাল্টিমোডাল হাব করা যাচ্ছে না। একই কারণে কমলাপুর রেলস্টেশনকেও মাল্টিমোডাল হাব করা যাচ্ছে না। রেলের সঙ্গে জমি নিয়ে বিরোধ রয়েছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প ঘিরেও।

রাইড শেয়ারিং সেবার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জোর দেওয়া হয়েছে। ব্যাটারিচালিত রিকশা, লেগুনা, দুরন্তর মতো যানের চলাচল বন্ধের পরামর্শ দিয়ে বড় ও দ্বিতল বাস বাড়ানোর কথা বলেছে টাস্কফোর্স কমিটি।
রাজধানী স্থানান্তরের সুপারিশ

প্রতিবেদনে বৈশ্বিক বাসযোগ্যতা সূচক, বায়ুদূষণ সূচক, যানবাহনের গতির সূচকসহ আটটি বৈশ্বিক গবেষণা ও সমীক্ষার উদাহরণ টেনে বলা হয়, এর সব কটিতেই ঢাকার অবস্থান সবার নিচে কিংবা নিচের দিকে। এ পরিস্থিতিতে দীর্ঘ মেয়াদে ঢাকা থেকে রাজধানী স্থানান্তরের পরামর্শ দিয়েছে টাস্কফোর্স কমিটি।

ঢাকার ৮৫ শতাংশ অবকাঠামো অননুমোদিত এবং তা অগ্নিনির্বাপণব্যবস্থার জন্য উপযোগী নয় উল্লেখ করে প্রতিবেদনে এটিকে উদ্বেগজনক হিসেবে আখ্যা দেওয়া হয়। আর ১৯৯৭ সালে ঢাকায় যানবাহনের গড় গতিবেগ যেখানে ঘণ্টায় ছিল ২৫ কিলোমিটার, তা ২০১৫ সালে ৬ দশমিক ৭ কিলোমিটারে এসে ঠেকে। এখন তা আরও কমেছে।

টাস্কফোর্সের প্রতিবেদনে সড়ক, রেল, নৌ ও বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয়কে এক করার প্রস্তাব করা হয়েছে। কারণ হিসেবে বলা হয়েছে, আলাদা আলাদা মন্ত্রণালয় ও বিভাগ নিজেদের মতো করে উন্নয়ন প্রকল্প নেয়। এতে সমন্বয়ের অভাব দেখা যায়।
নগরে একটি সমন্বিত গণপরিবহনব্যবস্থা গড়ে তোলার পরামর্শ দেওয়া হয় টাস্কফোর্স কমিটি। প্রতিবেদনে বলা হয়, এতে বাস রুট ফ্র্যাঞ্চাইজ, ট্রাম, বিআরটি (বাস র‍্যাপিড ট্রানজিট), এলআরটি (লাইট রেল ট্রানজিট), মনোরেল, সাব আরবান কমিউটার রেল, মেট্রোরেল ও রাইড শেয়ারিংয়ের মতো সব ধরনের পরিবহনব্যবস্থা অন্তর্ভুক্ত থাকবে।

জানতে চাইলে অধ্যাপক সামছুল হক প্রথম আলোকে বলেন, বাংলাদেশে যে উন্নয়ন হয়েছে বা হচ্ছে, তা ‘জট লাগানো’ উন্নয়ন। এ জন্য লাখো কোটি টাকা খরচ করেও সুফল মিলছে না। তারা যে প্রস্তাবগুলো দিয়েছেন, তা হচ্ছে জট ছোটানোর। পৃথিবীর বিভিন্ন দেশ এগুলো বাস্তবায়ন করে উপকৃত হয়েছে। তিনি আরও বলেন, অবকাঠামো খাতে যে সংস্কারগুলো তারা প্রস্তাব করেছেন, সেগুলো বাস্তবায়ন করতে হলে শক্ত রাজনৈতিক সদিচ্ছা দরকার। আর যদি আমলাতন্ত্রের চাপে সংস্কার না করা হয়, ভবিষ্যতে কোনো উন্নয়নই সেভাবে কাজে লাগবে না।